বিয়ের সময় বিভিন্ন থিমে ফটোশুট করে থাকেন নবদম্পতিরা। তবে ভারতীয় এই দম্পতি করলেন ব্যতিক্রম কিছু। তারা এমন ছবি তুলেছেন যা কেউ চিন্তাও করেনি। তাদের তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সবাই যখন বেছে নেয় পরিষ্কার এবং সুন্দর কোনও জায়গা। ভারতের কেরালার জোশ এবং অনিশা দম্পতি বেছে নিয়েছেন কাদায় ভর্তি ক্ষেত। কাদায় মাখামাখি নবদম্পতির সেই ছবি ভাইরাল হয়ে পড়েছে।
দুই জনের কাদায় মাখামাখি ফটোগুলো প্রথমে ফেসবুকে শেয়ার করা হয়। এরপরই তা ছড়িয়ে পড়ে টুইটারেও। রীতিমতো ভাইরাল হয়ে যায় জোশ ও অনিশার এই ছবি। অনেকেই আবার সেই নিয়ে তাঁদের ট্রোল করেন। আবার কেউ কেউ ওই নবদম্পতির এই ফটোশ্যুট পছন্দও করেন।