কাঁটাচামচে জড়ানো নুডলস ভাসছে শূন্যে, আর তাওয়ার ওপর শূন্যে অর্ধেক ফাটা একটি ডিম। তাওয়া আর ডিমের মাঝে, ডিমের হলুদ অংশ জমে গিয়ে ডিমটিকে খাড়া দাঁড় করিয়ে দিয়েছে তাওয়ার ওপর। আর বাটি থেকে অর্ধেকটা তুলতে গিয়েই নুডলস জমে যাওয়ার ফলে কাঁটাচামচে জড়ানো নুডলস ভাসছে শূন্যে।
সম্প্রতি এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এটি কোনো কার্টুন থেকে নেয়া ছবি নয়। সাইবেরিয়ার সত্যিকারের ছবি।
মূলত প্রবল শীতে পুরো উত্তর গোলার্ধই কাঁপছে। আর রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কনকনে ঠান্ডা তো পুরো বিশ্বে পরিচিত। সেই সাইবেরিয়ার নোভোডিবার্স্ক শহরের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেখানে এখন তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
ছবিটি তুলেছেন সেখানকার বাসিন্দা ওলেগ। ছবিটি তিনি ইন্টারনেটে আপলোড করতেই মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়।