মাতৃহীন এক বিড়ালছানা ক্ষুধায় কাতর। সেই ছানাটিকে পরম মমতায় দুধ পান করাল পথের এক কুকুর। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের মেদেনীপুরের বড়াই বাজারের। কুকুরটি প্রতিদিনই বিড়ালছানাটিকে দুধ পান করায়। খবর : জি নিউজ।
ইতিমধ্যে এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এ ঘটনায় মুগ্ধ স্থানীয়রা।
সূত্রে জানা যায়, প্রকৃতি তার নিজস্ব নিয়মেই চলে। সেই নিয়মকে বুঝতে-বুঝতেই এগিয়ে চলে মানবসভ্যতা। তবে প্রকৃতির নিয়ম বোঝা অনেক সময়ই মানুষের ক্ষমতার বাইরে চলে যায়। তেমনই এক ঘটনা এই বিড়ালছানাকে কুকুরের লালন করা।
এলাকার বাসিন্দা স্বপন নন্দী বলেন, বড়াই বাজারে ওই বিড়ালছানাটি থাকে। ছানাটির মা বেশ কিছুদিন আগে মারা গেছে। তারপর থেকে আমরা খেয়াল করছি, একটি মা কুকুর বিড়ালছানাটিকে নিজের বাচ্চার মতো করে লালন-পালন করছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত তাকে তিন থেকে চারবার দুধপানও করাচ্ছে। আমরাই দৃশ্যটি ভিডিও করে রাখি।