ভেলকি দেখালেন ৭১ বছর বয়সী রুডি ক্যান্ডলাব। এই বয়সেও দিব্যি পরাজিত করেছেন টগবগে তরুণদের। একদিনে ভারোত্তোলনে একাই করে ফেললেন চারটি বিশ্বরেকর্ড।
ঘটনাটি ২০২০ সালের নভেম্বরের। এদিন সান দিয়েগোর ‘উসপা উত্তর আমেরিকান চ্যাম্পিয়নশিপ-২০’-এ একই দিনে একসঙ্গে চারটি বিশ্বরেকর্ড গড়েন এই বুড়ো ভারোত্তোলক। ২৩৪ কেজি ডেডলিফ্ট, স্কোয়াট ১৯৫ কেজি ও ৩০৩ কেজি বেঞ্চ প্রেসড করে এই রেকর্ডগুলো নিজের করে নেন রুডি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রুডি ক্যান্ডলাব। যেখানে রুডিকে ভার উত্তোলনে অংশ নিতে দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, দিনটি খুবই ভালো ছিল। ট্রেনিং পার্টনার ও কোচদের ধন্যবাদ জানাই।
ভিডিওটি পোস্টের পর পর তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিস্ময় প্রকাশ করেন অনেকে। সেই সাথে দিতে থাকেন শুভেচ্ছা ও শুভ কামনা।
অনেকে তাকে হিরো বলেও সম্বোধন করেন। কেউ কেউ বলেন, ৭১ বছর বয়সে এমন রেকর্ড করে তিনি তরুণদের শিক্ষা দিলেন। অনুপ্রেরণা দিলেন বয়স্কদের।