মঞ্চে গলা ফাটিয়ে বক্তব্য দিচ্ছেন এক নেতা। তার পাশে আরও আছেন চার নেতা। কিন্তু যাদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন, মানে শ্রোতা, তারা নেই। চেয়ারগুলো ফাঁকা। গোটা মাঠে দর্শক মাত্র একজন। আরেকজন অবশ্য আছেন মঞ্চের নিচে। তিনি মাইক সার্ভিসের লোক। আলোচিত এই ছবিটি পশ্চিমবঙ্গে ভাইরাল হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাত জাহান গেরুয়া শিবিরকে লক্ষ করে এ দৃশ্য শেয়ার করেন। ছবির ক্যাপশনে জনপ্রিয় এ অভিনেত্রী লেখেন, ‘ইয়ে বিজেপি ফর বেঙ্গল হ্যায়। ইয়ে উনকি জনসভা হ্যায়। ঔর ইঁহা ইনকি পাওরি হো রহি হ্যায়।’
হিন্দি ক্যাপশন লেখার কারণ হলো― অধিকাংশ বিজেপিই হিন্দি ভাষার লোক। কিছু দিন আগে পাকিস্তানি মডেল দানানির একটি ভিডিওতে একদম বিদেশি উচ্চারণে পার্টিকে ‘পাওরি’ উচ্চারণ করে বলেছিলেন, ‘এই আমি। এটা আমার গাড়ি। আর এখানে পার্টি চলছে।’